জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে সিলেটের শাহপরান থানার একটি বসতঘর থেকে রবিবার একটি অজগর সাপ উদ্ধার করেছে সিলেট বন বিভাগ।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: কাপ্তাই লেক থেকে ৭ পর্যটক উদ্ধার
শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কানু জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহপরান থানার সবুজ (ছদ্মনাম) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে জানায় যে, তার বসতবাড়ির ঘরের পাশে একটি বড়সড় অজগর সাপের দেখতে পান। সাপটিকে মারার জন্য আশেপাশের লোকজন উদ্যেত হলে কলার ৯৯৯ এ কল করে নিজেদের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা ও সাপটি উদ্ধারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: নাফ নদী থেকে ৩৮ পর্যটক উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শাহ পরান থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ঘটনাস্থলে একটি টিম পাঠানোর নির্দেশ দেয়। পরে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।
একই সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ সিলেট বন বিভাগের সাথে যোগাযোগ করে সাপটি উদ্ধারের বিষয়ে অনুরোধ করা হয়। সিলেট বন বিভাগ ৯৯৯ থেকে সংবাদ পেয়ে স্থানীয় একটি রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থল যায়। পরবর্তীতে রেসকিউ টিমের সহায়তায় ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে খাদিম নগর জঙ্গলে অবমুক্ত করে দেয়া হয়।